তালাক বাতিলের নোটিশ
(রেজি: এ/ডি সহযোগে)
প্রাপক,
১। মো: আহসান হাবীব
পিতা: আ: মালেক
সাং: ২৮০৯, পশ্চিম ব্রামন্ধী, নরসিংদী সদর, নরসিংদী।
বর্তমানে, ৪৯১, দনিয়া,দনিয়া-১২৩৬, যাত্রাবাড়ী, ঢাকা।
২। চেয়ারম্যান / মেয়র
নরসিংদী পৌরসভা, নরসিংদী।
প্রেরক,
হাসিনা পারভীন
পিতা: আব্দুল আবেদ
মাতা: কুলসি বেগম
সাং: ৬৭৬, দনিয়া,দনিয়া-১২৩৬, যাত্রাবাড়ী, ঢাকা।
বিষয়: বিগত ২৪/০৮/২০২১ ইং তারিখে প্রদত্ত তালাক প্রত্যাহার করণ প্রসঙ্গে।
জনাব,
(১) যেহেতু আমি অত্র নোটিশ প্রেরক/দাত্রী এর সহিত ১নং নোটিশ গ্রহীতা বিগত ১১/০২/২০২০ ইং তারিখে
পারিবারিক ভাবে ইসলামী শরা-শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং দীর্ঘদিনের দাম্পত্য জীবনে
উভকে আল্লাহ তিন সস্তানের জনক/জননী হিসাবে কবুল করেছেন।
(২) উভয়পক্ষে বিদ্যমান দাম্পত্য কলহকে কেন্দ্র করে বিগত ২৪/০৯/২০২১ ইং তারিখে ১নং নোটিশ গ্রহীতার
বিরুদ্ধে নিয়মিত ভরণপোষণ না দেয়া, খেয়াল তদারকি না করা সহ অন্যন্য অভিযোগ আনয়ন করিয়া আমি
অত্র নোটিশ দাত্রী কর্তৃক তালাক প্রদান করি।
(৩) পরবর্তীতে, উভয়পক্ষের পরিবারের অভিভাবক এবং অন্যন্য শুভাকাঙ্খীদের হস্তক্ষেপ মতে নিজেদের এবং
সন্তানদের ভবিষ্যতের কথা বিচেচনা করিয়া দুই পক্ষে আপোষের মাধ্যমে বর্নিত তালাক প্রত্যাহার করিয়া
শান্তিপূর্ণ ভাবে সংসার জীবন পরিচালনার জন্য আপোষবদ্ধ হই।
(৪) এমতাবস্থায়, আমি অত্র নোটিশ দাত্রী প্রেরিত বিগত ২৪/০৯/২০২১ ইং তারিখের তালাক নোটিশ বাতিল
বিবেচনায় নিয়া বর্ণিত তালাক প্রত্যাহার মর্মে গণ্য করিয়া আমি অত্র নোটিশ দাত্রী এবং ১নং নোটিশ গ্রহীতা
জনাব মো: আহসান হাবীব পূর্বের ন্যায় স্বামী-স্ত্রী হিসাবে আইনানুগ বৈধ সংসার ধর্ম পালন করিব। আমরা
পরস্পর স্বামী-স্ত্রী হিসাবে সর্ব সাব্যস্ত হইবো।
অত্রএব কারনে আমার প্রদত্ত বিগত ২৪/০৯/২০২১ ইং তারিখের তালাক নোটিশ স্ব-ইচ্ছায় প্রত্যাহার করিয়া
নিলাম। আমার অত্র কার্য্যে কারো কোন প্রভাব বা হস্তক্ষেপ নাই।
বিনীত নিবেদক,
[হাসিনা পারভীন]
পিতা: আব্দুল আবেদ
মাতা: কুলসী বেগম
সাং: ৪২৪, দনিয়া,দনিয়া-১২৩৬, যাত্রাবাড়ী, ঢাকা।
বিদেশ থেকে আমমোক্তার নামা দলিলের মাধ্যমে জমি বিক্রি করার পদ্ধতি
হাবিব সাহেব ইতালি প্রবাসী। দীর্ঘ সময়ের জমানো টাকায় ঢাকার সাভারে ৪ কাঠা জমি কিনেছেন ২০০৮ সালে । পারিবারিক জরূরী প্রয়োজনে নগদ টাকা দরকার। এত টাকা জোগাড় করতে জমি বিক্রী করা ছাড়া আর কোন উপায় নেই তার। যেহেতু হাবিব সাহেব বর্তমানে ইতালি আছেন তাই দেশে এসে জমি বিক্রী করা সম্ভব নয়। এ রকম পরিস্থীতিতে হাবিব সাহেব…
ভূমি উন্নয়ন কর না দিলে যেসব সমস্যা হয়
বাংলাদেশ সরকারের রাজস্ব আদায়ের খাত সমূহের মধ্যে ভূমি উন্নয়ন কর একটি এবং এই খাত থেকে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব সরকার আহরণ করে থাকে। যেহেতু ভূমির মালিকানা ব্যাক্তি নামে হলেও এর প্রকৃত মালিক মূলত বাংলাদেশ সরকার কাজেই সে জমি ব্যবহারের জন্য বাংলাদেশ সরকারকে খাজনা প্রদান করতে হয়।
হেবা দলিল রেজিস্ট্রী এবং বাতিল করার সহজ নিয়ম
কেউ যদি জিবিত অবস্থায় তাহার সম্পত্তি সম্পূর্ণভাবে কারো নামে লিখে দিতে চায় তাহলে দানপত্র দলিল এর মাধ্যমে সহজেই হেবা করে দিতে পারবে। আমাদের দেশে যা হেবা দলিল নামে অধিক পরিচিত। দান শব্দের আরবী প্রতিশব্দ হেবা। কোন অর্থ বা বিনিময় ছাড়া কোন ব্যক্তি স্বেচ্ছায় যে দলিলের মাধ্যমে কোন সম্পত্তি হস্তান্তর করেন তাকে দানপত্র বলে।
চেকের মামলা করার আগে সাবধান থাকুন !
চেকের মামলায় মহামাণ্য হাইকোর্ট ডিভিশান অতি সম্প্রতি একটি যুগান্তকারী রায় প্রদান করেছেন। রায়ে চেকে লেনদেন সংক্রান্ত কোন লিখিত ডকুমেন্ট বা দুই পক্ষের কনসিডারেশন কে গুরুত্ব দেয়া হয়েছে। কাজেই, চেকের লেনদেনের ক্ষেত্রে সম্ভব হলে স্ট্যাম্পে লিখিত চুক্তি করে নেয়া ভাল। তবে, চেকের মামলা করতে চুক্তি থাকতেই হবে এ ধারনা ভূল।
তালাক প্রত্যাহার বা তালাক বাতিল করার নিয়ম
তালাক দিলেই সাথে সাথে সেই তালাক কারযকর হয় না। মুসলিম শরীয়া আইন এবং পারিবারিক আইনের বিধান মতে তালাক দিবার ৯০ দিন পর সেই তালাক কার্যকর হবে। ৯০ দিনের এই সময়কে ইদ্দতকালীন পিরিয়ড বলা হয়। তালাক দেবার পর তালাক দাতা যদি মনে করে তার সিদ্ধান্ত ভূল এবং সে এই তালাক বাতিল করতে চায় তাহলে তালাক গ্রহীতার…
জমির দলিল, খতিয়ান, নকশা, মৌজা ম্যাপ কোনটা কোন অফিসে পাবেন
জমি বেচা-কেনা বা হস্তান্তর করা, জমির অনুকূলে ব্যাংক হইতে বন্ধক রেখে লোন উঠাতে গেলে বা সরকারী বন্দোবস্তের টাকা উঠাতে এমন কি জমিতে বিল্ডিং করার জন্য প্লান পাশ করাতে গেলেও এসব কাগজপত্র প্রয়োজন হয়।