নতুন ভোটার নিবন্ধন এর পদ্ধতি- ২০২২ ।। NEW VOTER ENLISHMENT PROCESS -2022

ভোটার তালিকা হালনাগাদ একটি চলমান প্রক্রিয়া।

আপনি যদি একজন বাংলাদেশী নাগরিক হন, প্রায়শই একটি এলাকায় থাকেন এবং আপানার বয়স ১৮ বা তার বেশী হয় তবে সময়ে সময়ে আপনি হালনাগাদ ভোটার তালিকায় নাম লিখাতে পারবেন। ভোটার নিবন্ধন করা খুবই জরুরী এবং প্রয়োজনীয় কেনান, ভোটার আইডি ছাড়া আপনি বাংলাদেশ সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সেবা গ্রহণ করতে পারবেন না। যাদের ভোটার আইডি কার্ড নেই তারা করোনা টিকা দিতে গিয়ে ভাল করেই এর গুরুত্ব বুঝেছেন। তাই, আপনার যদি ভোটার আইডি কার্ড করার মত বয়স হয়ে থাকে তাহলে দেরী করে নিচের পদ্ধতি অবলম্বন করে দ্রুত ভোটার তালিকায় নাম লিপিবদ্ধ করে নিন।

নতুন ভোটার নিবন্ধন এর পদ্ধতি- ২০২২ ।। NEW VOTER ENLISHMENT PROCESS -2022
DOWNLOAD PDF FORM
জাতীয় পরিচয়পত্র সংশোধন সম্পর্কিত ২০ টি কমন প্রশ্ন-উত্তর

নতুন ভোটার হিসাবে তালিকাভুক্তির জন্য কিছু কাগজপত্রের প্রয়োজন। যেমন,

  • S.S.C. বা সমমানের সার্টিফিকেট
  • জন্ম সনদ
  • পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/টিআইএন সার্টিফিকেট
  • ইউটিলিটি বিলের কপি/বাড়ি ভাড়ার রসিদ/হোল্ডিং ট্যাক্সের রসিদ – (ঠিকানার প্রমাণ হিসেবে)
  • নাগরিকত্ব সনদপত্র (প্রযোজ্য হিসাবে)
  • বাবা, মা, স্বামী/স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি।
    (কিছু ক্ষেত্রে আপনাকে ঘোষিত বিশেষ এলাকার জন্য একটি বিশেষ ফর্ম পূরণ করতে হতে পারে)
20 Common FAQ about Correction of NID

ডুপ্লিকেট এনআইডি প্রদান

যদি কোনো নাগরিকের একটি জাতীয় পরিচয়পত্র হারিয়ে যায় বা কোনোভাবে নষ্ট হয়ে যায়, তাহলে সে নতুন করে এনআইডি উইংয়ে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে পারবে। আবেদন পাওয়ার পর, NID উইং, একটি নির্ধারিত সময়ের মধ্যে এবং নির্ধারিত পদ্ধতিতে, আবেদনকারীকে একটি নতুন জাতীয় পরিচয়পত্র প্রদান করবে।

তালাক দেওয়ার বৈধ নিয়ম
জমির ১৫ প্রকার দলিল সহজে চেনার উপায়
জমি বেদখল হলে কী করবেন
মামলা থাকলে কি চাকরী হয়?
জাতীয় পরিচয়পত্র সংশোধন সম্পর্কিত ২০ টি কমন প্রশ্ন-উত্তর 
মুসলিম আইনে সম্পত্তিতে নারীর অধিকার
দলিল বাতিল হবার বিভিন্ন কারন 
জমির খতিয়ান যাচাই করুন অনলাইনে
ডিভোর্স ‍দিলে কি দেনমোহর দিতে হয়

এনআইডি সংশোধন

অনেক সময় অবাঞ্চিত বা অবহেলা জনিত ভূলের কারনে ভোটার আইডি কার্ড এর তথ্য সংশোধন করা প্রয়োজন হয়। সংশোধনের ক্ষেত্রে, আবেদনকারীকে আবেদনের সহিত কিছু কাগজপত্র দাখিল করা লাগে। সকল ক্ষেত্রে, ব্যক্তি এসএসসি যোগ্য হলে এসএসসি সার্টিফিকেট অগ্রাধিকার পাবে। এছাড়াও, জন্ম নিবন্ধন সনদ, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বিবাহ/তালাক সার্টিফিকেট, সংবাদপত্রে প্রকাশিত সার্কুলেশন, ম্যাজিস্ট্রেট কোর্টের হলফনামা, সার্ভিস বুক ইত্যাদির প্রয়োজন হতে পারে তথ্যের প্রমাণ হিসেবে।

ভোটার এলাকার স্থানান্তর

যারা ইতিমধ্যেই ভোটার হিসাবে নিবন্ধন করেছেন কিন্তু তাদের ভোটার এলাকা স্থানান্তর করতে হবে তাদের মাইগ্রেশন ফর্ম পূরণ করতে হবে। এই ফরমগুলো যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে পাঠাতে হবে। মাইগ্রেশন ফর্মের সাথে আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করতে হবে।

মৃত্যু ভোটার মুছে ফেলা

আপনাকে ফর্ম-12 পূরণ করে সক্রিয় ভোটার তালিকা থেকে তাদের নাম মুছে ফেলার জন্য মৃত ভোটার সম্পর্কে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসকে জানাতে হবে।

বিতরণ না করা এনআইডি কার্ড বিতরণ

যে ভোটারদের নিবন্ধন করা হয়েছে, কিন্তু তাদের এনআইডি কার্ড এখনও হস্তান্তর করা হয়নি তারা নিজ নিজ উপজেলা/থানা নির্বাচন অফিস থেকে তাদের এনআইডি কার্ড সংগ্রহ করবেন।

ভোটার আইডি কার্ডের বিভিন্ন তথ্য সংশোধনের নিয়ম জানতে ক্লিক করুন

তালাক দেওয়ার বৈধ নিয়ম
জমির ১৫ প্রকার দলিল সহজে চেনার উপায়
জমি বেদখল হলে কী করবেন
মামলা থাকলে কি চাকরী হয়?
জাতীয় পরিচয়পত্র সংশোধন সম্পর্কিত ২০ টি কমন প্রশ্ন-উত্তর 
মুসলিম আইনে সম্পত্তিতে নারীর অধিকার
দলিল বাতিল হবার বিভিন্ন কারন 
জমির খতিয়ান যাচাই করুন অনলাইনে
ডিভোর্স ‍দিলে কি দেনমোহর দিতে হয়

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *