আজ কোর্টে সীমা আর রাজীবে বিয়ে। বন্ধুরা সবাই মিলে বিয়ের সব ব্যাবস্থা করেছে। বিয়ে হবে জজ কোর্টে। রাজীবের এক স্কুল বন্ধু জজ কোর্টের আইনজীবী, তার নাম সিদ্দিক। সিদ্দিক সাহেবের সাথে কথা বলে বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে রাজীব।
পালিয়ে বিয়ে করতে যেয়ে অনেক জটিলতা সৃষ্টি হতে পারে যেমন, মেয়ের পরিবার অপহরণ মামলা, নারী ও শিশু নির্যাতন দমন আইনে নারী নির্যাতনের মামলা, মেয়ের বয়স যদি ১৬ বৎসরের কম হয় তাহলে অপহরণ করে ধর্ষন সহ আর ও অসংখ্য মামলা, যার পরিণতি হতে পারে জীবনের সকল আশা আখাংকার সমাধি।
আইনগত ভিত্তিও বিয়ের ক্ষেত্রে খুবই জরুরী একটা বিষয়। তবে আমাদের দেশে বিয়ের পদ্ধতি ও আইনগত স্বীকৃতি প্রত্যেক ধর্মের বিয়ে সংক্রান্ত ধর্মীয় বিধিবিধান এর উপর নির্ভর করে।বাংলাদেশের শতকরা প্রায় ৮৭% মানুষ মুসলমান।
বিদেশ থেকে ফোনে বা ভিডিও কলে বিয়ে – ইসলামী ও আইনী বিধান বর্তমানে আমরা বাস করছি তথ্য-প্রযুক্তির যুগে। যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন দুনিয়াকে করেছে ছোট, গোটা পৃথীবিটাই যেন একটা গ্রাম। বিশ্বের এক প্রান্ত বসে অপর প্রান্তে কথা বলছি, ইন্টারনেট ব্যাবহার করে দেশে বসেই বিদেশে চাকুরি করছি , দুনিয়ার এককোণে বসে অপর কোণকে দেখতে পাচ্ছি সরাসরি। ইদানীং