বাংলাদেশে আন্ত: ধর্মীয় বিয়ে

আইনের চোখে ভিন্ন ধর্মাবলম্বীদের বিয়েঃ

বিয়ে একই সাথে একটি ধর্মীয় ও সামাজিক বন্ধন। (বাংলাদেশে আন্ত: ধর্মীয় বিয়ে)

আইনগত ভিত্তিও বিয়ের ক্ষেত্রে খুবই জরুরী একটা বিষয়। তবে আমাদের দেশে বিয়ের পদ্ধতি ও আইনগত স্বীকৃতি প্রত্যেক ধর্মের বিয়ে সংক্রান্ত ধর্মীয় বিধিবিধান এর উপর নির্ভর করে।বাংলাদেশের শতকরা প্রায় ৮৭% মানুষ মুসলমান।

তাই এদেশের বেশীরভাগ মানুষের বিবাহ পদ্ধতিই ইসলামী বিধিবিধান মতই হয়ে থাকে।

অন্য ধর্মের মেয়ে/ছেলে বিয়ে করার ক্ষেত্রেও ইসলাম অবশ্য সুনির্দিষ্ট কিছু নিয়ম কানুন বলে দিয়েছে। অন্যান্য ধর্মেও ভিন্ন ধর্মের মেয়ে/ছেলের ভেতর বিয়ে সংক্রান্ত বিধান বর্ণিত হয়েছে।যেগুলো নিচে আলোচিত হলোঃ

বাংলাদেশে আন্ত: ধর্মীয় বিয়ে

ইসলাম ধর্মের আলোকে

১। একজন মুসলিম মেয়ে কোন অবস্থাতেই অন্য কোন ধর্মের কোন ছেলেকে বিয়ে করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ঐ ছেলে ইসলাম ধর্ম গ্রহণ না করে।

২। একজন মুসলিম ছেলে কোন অবস্থাতেই অগ্নিপূজক কোন মেয়েকে বিয়ে করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মেয়েটি মুসলিম হচ্ছে। তবে খ্রীষ্টান বা ইহুদী মেয়েদের বিয়ে করতে পারবে।সেক্ষেত্রে অবশ্য যতদ্রুত সম্ভব ঔ মেয়েকে ইসলাম ধর্মে দীক্ষিত করতে হবে। এই মধ্যবর্তী সময়টুকু বিয়ে irregular হিসেবে গণ্য হবে।

বর্তমানে, ধর্মীয় এই আচারের বাইরে অজাত বিয়ে বৃদ্ধি পাওয়াও বাংলাদেশ সরকার অন্যন্য দেশের মত স্পেশাল ম্যারিজ আইন পাশ করেছেন। স্পেশাল ম্যারিজ আইন মূলত ভিন্ন ধর্মালম্বী নারী-পুরুষের মধ্যে আইনগত বৈধতা প্রদান করে এবং বিবাহ রেজিস্ট্রীর মাধ্যমে বৈধতার দলিল প্রদান করেন যাতে সামাজিক মর্যাদা নিয়ে স্বামী-স্ত্রী সমাজিক জীবন যাপন করতে পারে।

আরো পড়ুন:

তালাক দেওয়ার বৈধ নিয়ম
জমির ১৫ প্রকার দলিল সহজে চেনার উপায়
জমি বেদখল হলে কী করবেন
মামলা থাকলে কি চাকরী হয়?
জাতীয় পরিচয়পত্র সংশোধন সম্পর্কিত ২০ টি কমন প্রশ্ন-উত্তর 
মুসলিম আইনে সম্পত্তিতে নারীর অধিকার
দলিল বাতিল হবার বিভিন্ন কারন 
জমির খতিয়ান যাচাই করুন অনলাইনে
ডিভোর্স ‍দিলে কি দেনমোহর দিতে হয়
  • বিদেশ থেকে আমমোক্তার নামা দলিলের মাধ্যমে  জমি বিক্রি করার পদ্ধতি

    হাবিব সাহেব ইতালি প্রবাসী।  দীর্ঘ সময়ের জমানো  টাকায় ঢাকার সাভারে ৪ কাঠা জমি কিনেছেন ২০০৮ সালে ।  পারিবারিক জরূরী প্রয়োজনে নগদ টাকা দরকার। এত টাকা জোগাড় করতে জমি বিক্রী করা ছাড়া আর কোন উপায় নেই তার। যেহেতু হাবিব সাহেব বর্তমানে ইতালি আছেন তাই দেশে এসে জমি বিক্রী করা সম্ভব নয়। এ রকম পরিস্থীতিতে হাবিব সাহেব…

  • ভূমি উন্নয়ন কর না দিলে যেসব সমস্যা হয়

    বাংলাদেশ সরকারের রাজস্ব আদায়ের খাত সমূহের মধ্যে ভূমি উন্নয়ন কর একটি এবং এই খাত থেকে প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব সরকার আহরণ করে থাকে।  যেহেতু ভূমির মালিকানা ব্যাক্তি নামে হলেও এর প্রকৃত মালিক মূলত বাংলাদেশ সরকার কাজেই সে জমি ব্যবহারের জন্য বাংলাদেশ সরকারকে খাজনা প্রদান করতে হয়। 

  • হেবা দলিল রেজিস্ট্রী এবং বাতিল করার সহজ নিয়ম

    কেউ যদি জিবিত অবস্থায় তাহার সম্পত্তি সম্পূর্ণভাবে কারো নামে লিখে দিতে চায় তাহলে দানপত্র দলিল এর মাধ্যমে সহজেই হেবা করে দিতে পারবে। আমাদের দেশে যা হেবা দলিল নামে অধিক পরিচিত। দান শব্দের আরবী প্রতিশব্দ হেবা। কোন অর্থ বা বিনিময় ছাড়া কোন ব্যক্তি স্বেচ্ছায় যে দলিলের মাধ্যমে কোন সম্পত্তি হস্তান্তর করেন তাকে দানপত্র বলে।

  • চেকের মামলা করার আগে সাবধান থাকুন !

    চেকের মামলায় মহামাণ্য হাইকোর্ট ডিভিশান অতি সম্প্রতি একটি যুগান্তকারী রায় প্রদান করেছেন। রায়ে চেকে লেনদেন সংক্রান্ত কোন লিখিত ডকুমেন্ট বা দুই পক্ষের কনসিডারেশন কে গুরুত্ব দেয়া হয়েছে। কাজেই, চেকের লেনদেনের ক্ষেত্রে সম্ভব হলে স্ট্যাম্পে লিখিত চুক্তি করে নেয়া ভাল। তবে, চেকের মামলা করতে চুক্তি থাকতেই হবে এ ধারনা ভূল।

  • তালাক প্রত্যাহার বা তালাক বাতিল করার নিয়ম

    তালাক দিলেই সাথে সাথে সেই তালাক কারযকর হয় না। মুসলিম শরীয়া আইন এবং পারিবারিক আইনের বিধান মতে তালাক দিবার ৯০ দিন পর সেই তালাক কার্যকর হবে। ৯০ দিনের এই সময়কে ইদ্দতকালীন পিরিয়ড বলা হয়। তালাক দেবার পর তালাক দাতা যদি মনে করে তার সিদ্ধান্ত ভূল এবং সে এই তালাক বাতিল করতে চায় তাহলে তালাক গ্রহীতার…

  • জমির দলিল, খতিয়ান, নকশা, মৌজা ম্যাপ কোনটা কোন অফিসে পাবেন

    জমি বেচা-কেনা বা হস্তান্তর করা, জমির অনুকূলে ব্যাংক হইতে বন্ধক রেখে লোন উঠাতে গেলে বা সরকারী বন্দোবস্তের টাকা উঠাতে এমন কি জমিতে বিল্ডিং করার জন্য প্লান পাশ করাতে গেলেও এসব কাগজপত্র প্রয়োজন হয়।

  • কোর্ট ম্যারিজ এবং কাজী অফিসে বিয়ের পার্থক্য

    আজ কোর্টে সীমা আর রাজীবে বিয়ে। বন্ধুরা সবাই মিলে বিয়ের সব ব্যাবস্থা করেছে। বিয়ে হবে জজ কোর্টে। রাজীবের এক স্কুল বন্ধু জজ কোর্টের আইনজীবী, তার নাম সিদ্দিক। সিদ্দিক সাহেবের সাথে কথা বলে বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে রাজীব।

  • স্বামী কর্তৃক তালাক নোটিশ ফরম পূরণের নিয়ম 

    শখের বশে বা খামখেয়ালী থেকে কেউ তালাক দেওয়ার মত গর্হিত সিদ্ধান্ত নেয়না। সংসার জীবনে চলতে গেলে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন কুট-তর্ক, ভুল-বুঝাবুঝি এবং জটিলতা হতেই পারে। সাংসারিক সব জটিলতা যখন সহ্যসীমা বা আত্বমর্যাদাবোধ ছাপিয়ে যায় তখন শান্তির খোঁজে মানুষ তালাকের সিদ্ধান্ত নেয়।

  • বিদেশ থেকে পাওয়ার অব এটর্নি দেবার সরকারী গেজেট

    বাংলাদেশের বাহির হতে আমমোক্তার দলিল প্রদানের সরকারী নির্দেশনা গেজেট (বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুলাই ২৩, ২০১৫ তফসিল ক ফরম-৩) এর নির্দেশিকা

  • বাটোয়ারা দলিল বা বন্টন দলিল কেন জরুরী এবং খরচ কত ?

    বাটোয়ারা দলিল বা বন্টন দলিল এর অভাবে জমি সংক্রান্ত সিংহ ভাগ ঝামেলার তৈরি হয়। আমাদের দেশে ভাই-ভাই অথবা ভাই-বোনদের মধ্যে বিরোধের অন্যতম কারন বাটোয়ারা দলিল ছাড়া সম্পত্তি বন্টন বা ভাগ করা।অতীতে লিখিত দলিলের ব্যবহার কম ছিল। মানুষ মুখে মুখে জমি-জমা বা সম্পত্তি বন্টন করে নিত। তখনকার দিনে দলিলের রেজিস্ট্রীও ইচ্ছামত ছিল কারন সে আমলে মানুষের…

  • জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কি করবেন ?

    জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কি করবেন ? বাংলাদেশের নাগরিক হিসাবে প্রথম প্রমান হল জাতীয় পরিচয় পত্র। দরকারী কাগজপত্রে তালিকায় জাতীয় পরিচয়পত্রের স্থান সবার উপরে। জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব বুঝতে হলে রোহিঙ্গা শরনার্থীদের কথা ভাবুন। সরকারী বিভিন্ন সেবা, স্বীকৃতি ও সুবিধা সহ ব্যংকিং ও পাসপোর্ট সবিধা পেতে জাতীয় পরিচয়পত্র অত্যন্ত জরুরী। জাতীয় পরিচয়পত্র ব্যাপকভাবে ভোটার আইডি কার্ড…

  • নিজ নাম বা পিতার-মাতার নাম পরিবর্তনের হলফনামা (নমুনা)

    জাতীয় পরিচয়পত্র, সার্টিফিকেট বা পাসর্পোট এর নামে ভূল বা অমিল থাকলে ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বরাবরে হলফনামা প্রদান করতে হয়। নাম পরিবর্তনের হলফনামা নমুনা কপি

  • Legal Job Circular – Manager/Assistant Manager

    JOB CIRCULAR Company Name UNIMASS HOLDINGS LTD Company type Real Estate Company Registrant National/State Employment Type Full time Vacancies Unspecified Job Location Dhaka Salary Negotiable Application Deadline 17.03.2022 Job Posting Via– BD Jobs on 16.02.2022 Department Law/Legal EDUCATIONAL QUALIFICATION Bachelor of Law (LL.B)Masters of Law (LL.M) EXPERIENCE 5 to10 years of experience in Real Estate…

  • নতুন ভোটার নিবন্ধন এর পদ্ধতি- ২০২২ ।। NEW VOTER ENLISHMENT PROCESS -2022

    আপনি যদি একজন বাংলাদেশী নাগরিক হন, প্রায়শই একটি এলাকায় থাকেন এবং আপানার বয়স ১৮ বা তার বেশী হয় তবে সময়ে সময়ে আপনি হালনাগাদ ভোটার তালিকায় নাম লিখাতে পারবেন। ভোটার নিবন্ধন করা খুবই জরুরী এবং প্রয়োজনীয় কেনান, ভোটার আইডি ছাড়া আপনি বাংলাদেশ সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সেবা গ্রহণ করতে পারবেন না।

  • নামজারীর নিয়ম জানুন, নিজের নামজারী নিজে করুন

    বিভিন্ন কারনে জমির মালিকানা পরিবর্তন হয়। জমি হস্তান্তরের পর নতুন মালিকের নামে জমির নামজারী করা জরুরী। হস্তান্তরের পর পুরোনো মালিকের স্থলে নতুন মালিকের নাম অর্ন্তভূক্তি করাকে নামজারী / মিউটেশন বলে। সম্পত্তি হস্তান্তরের পর নতুন মালিকের নামে নামজারী না করলে সম্পত্তি ভোগ-দখল, খাজনা প্রদান, বেচা-বিক্রী ও ব্যাংক লোন পেতে জটিলতার সৃষ্টি হয়। বর্তমানে, জমি হস্তান্তরের সাথে…

  • PARTNERSHIP AGREEMENT FOR BUSINESS (SAMPLE)

    DEED    OF PARTNERSHIP AGREEMENT THIS DEED OF PARTNERSHIP is made on the 1st day of January, 2022 of the Christian Era. BETWEEN SALMAN KHAN, Date of Birth 16.07.1981, Son of  Ataur Mia , Addrerss – 53, A, Road-13, Banani Dhaka, Bangladesh, by faith Muslim, by occupation Business  , by nationality Bangladeshi by  Bangladesh National ID…

  • অঙ্গীকারনামা দলিলের নমুনা ফরমেট

    আমরা অত্র অঙ্গিকার দাতাগণ বর্তমানে বর্নিত সম্পত্তি অত্র অঙ্গিকার নামায় উল্লেখিত অঙ্গিকার গ্রহীতাগণের নিকট অত্র সম্পত্তি বিক্রয়ের জন্য মনস্থির করিলে বর্তমানে আমাদের দখলে বর্নিত দলিলের মূলকপি না থাকায় আমাদের বিক্রয়ের স্বপক্ষে দালিলিক প্রমাণ প্রয়োজনবোধ করায় অত্র অঙ্গিকারনামা মূলে আমরা অত্র অঙ্গিকার দাতাগণ ঘোষনা করিতেছি যে, বর্নিত সম্পত্তি আমাদের নামে আম-মোক্তারনামা দলিল নং- ৩১৪২, তারিখ- ৩১/০৩/২০২১…

  • Supplementary Deed of Agreement (Sample/Template)

    Supplementary Deed of Agreement This Supplementary agreement is made on this the 26th day of January 2021 of the  Christian era. BETWEEN (1) Syed Taneem Ahmed Salim, Son of Syed Abul Kashem Md. Salim, village Itakhola, Post Office Saihamnagar, Thana Madhabpur, District Hobiganj, (2) Sayyied Bin Kabir, Son of Late Sheikh Humayun Kabir, 22/21, Khiljee…

  • না দাবী দলিল (নমুনা) ফরম্যাট

    না দাবী ঘোষনা দলিল আমি, আমিয় মুখার্জী, পিতা- ……………………….,মাতা-………………………………,জন্মা তারিখ: …………………………., জাতীয় পরিচিতি নং- ………………………………………, ঠিকানা: …………………………………………………………………….., ধর্ম: হিন্দু, পেশা: চাকুরী, জাতীয়তা; বাংলাদেশী। এই মর্মে ঘোষনা প্রদান করিতেছি যে, যেহেতু আমি অত্র ঘোষণাদাতা কর্তৃক তফসিল বর্নিত ভূমির মালিক ও ভোগদখলকার নিয়ত আছি। আমার মালিকানাধীন তফসিলি ভূমির …………. দিকের ……………প¦ার্শের কতেক ভূমির দখলকার হিসাবে আমার আপন…

  • TRI-PARTITE AGREEMENT SAMPLE

    THIRD PARTY shall hereby be empowered to act as a sole attorney of the FIRST PARTY to collect payment, Instalments, handover of flat, registration of sale deed, maintenance of the property, to collect rent, pay bills and any other lawful act as much as necessary on behalf of the FIRST PARTY.

  • তালাক বাতিলের নোটিশ ফরম্যাট ।। Divorce Cancellation Notice Format

    যেহেতু আমি অত্র নোটিশ প্রেরক/দাত্রী এর সহিত ১নং নোটিশ গ্রহীতা বিগত ১১/০২/২০২০ ইং তারিখে পারিবারিক ভাবে ইসলামী শরা-শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং দীর্ঘদিনের দাম্পত্য জীবনে উভকে আল্লাহ তিন সস্তানের জনক/জননী হিসাবে কবুল করেছেন।

  • Legal Notice বা উকিল নোটিশ সম্পর্কে বিস্তারিত জানুন

    কতিপয় মামলার কার্যক্রম শুরুর আগে প্রতিপক্ষকে উকিল নোটিশ দিতে হয়। সাধারণত মামলার বাদীপক্ষ নিজের আইনজীবীর মাধ্যমে এই নোটিশ প্রেরণ করে। উকিল নোটিশে নির্দিষ্ট সময় উল্লেখ করে বলা হয়, নির্দিষ্ট এই সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • Notice to vacate (Landowner to Tenant) Sample

    A notice to vacate is generally served by the Land Owner or his authorized attorney to the Tenant. The expiry of the tenancy period, breach of the tenancy agreement, or any emergence situation leads to serving a Notice of Vacant. In a Vacant Notice, there must have some obligations that is imposed upon Tenant regarding…

  • কখন অপরাধ করলেও অপরাধী হবেন না ?

    মানুষের শরীরের জন্য ক্ষতিকর এমন যে কোন অপরাধের বিরুদ্ধে নিজের ও অন্যের শরীর রক্ষার অধিকার আপনার আছে। চুরি, দস্যুতা, অনিষ্ট সাধন বা অনধিকার প্রবেশের মাধ্যমে নিজের বা অপর ব্যক্তির স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি রক্ষার জন্যও আপনি এই প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *