বন্টননামা (Partition) বা বাটোয়ারা দলিলের রেজিস্ট্রি খরচ

বন্টননামা (Partition) বা বাটোয়ারা দলিলের রেজিস্ট্রি খরচ

রেজিস্ট্রেশন ফিস

বন্টনকৃত সম্পত্তির দলিলে লিখিত (বৃহত্তম এক পক্ষের অংশের মূল্য বাদ দিয়ে) হিসাব করে-

(ক)মোট মূল্য অনুর্ধ ৩ লক্ষ টাকা হলে ৫০০ টাকা (রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮বি (১) অনুসারে)।

(খ) মোট মূল্য অনুর্ধ ১০ লক্ষ টাকা হলে ৭০০ টাকা (রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮বি (২) অনুসারে)।

(গ) মোট মূল্য অনুর্ধ ৩০ লক্ষ টাকা হলে ১২০০ টাকা (রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮বি (৩) অনুসারে)।

(ঘ) মোট মূল্য অনুর্ধ ৫০ লক্ষ টাকা হলে ১৮০০ টাকা (রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮বি (৪) অনুসারে)।

(ঙ) মোট মূল্য ৫০ লক্ষ টাকার উর্ধে হলে ২০০০ টাকা (রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮বি (৫) অনুসারে)।

(রেজিস্ট্রেশন ফি পে-অর্ডারের মাধ্যমে স্থানীয় সোনালী ব্যাংক লিঃ এ, কোড নং ১.২১৬১.০০০০.১৮২৬ তে জমা করে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে)

স্টাম্প শূল্ক

৫০ টাকা (১৮৯৯ সালের স্টাম্প আইনের ১ নম্বর তফশিলের ৪৫ নম্বর ক্রমিকে উল্লিখিত বর্ণনা অনুসারে)।

অন্যন্য খরচ

১। হলফনামা ২০০ টাকার স্টাম্পে ।

২। ই. ফি :  ১০০ টাকা।

৩। এন. ফি:

(!) বাংলায় প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য মাত্র ১৬ টাকা।

(!!) ইংরেজি ভাষায় লিখিত প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট একটি পৃষ্ঠা বা তার অংশ বিশেষের জন্য মাত্র ২৪ টাকা।

৪। এন.এন (নকলনবিশগনের পারিশ্রমিক)  ফিস

(!) বাংলায় প্রতি ৩০০ (তিনশত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা।

(!!) ইংরেজি ভাষায় লিখিত প্রতিটি ৩০০ (তিনশত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা তাহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা।

৫। সম্পত্তি হস্তান্তর নোটিশেএর লিখিত আবেদনে ১০ টাকা মূল্যের কোর্ট ফি।

বিশেষ দ্রষ্টব্য

১। এন- ফি ও ই- ফি, রেজিস্ট্রেশন ফি এর সাথে একত্রে পে-অর্ডারের মাধ্যমে কোড নং ১৪২২২০১ তে জমা করতে হবে (পুরাতন কোড ১৮২৬)।

২। এনএন  ফি বাবদ অর্থ রেজিস্ট্রি অফিসে নগদে জমা করতে হবে।

৩। মূল দলিলের সাথে  সরকার নির্ধারিত  ২০০ টাকার স্টাম্পে হলফনামা প্রিন্ট করে দাখিল করতে হবে।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *